B.Sc (Hons.) or Undergraduate Admission Test 2013-14 –H3 unit Notice/Circular | Chittagong University(CU)- CU.ac.bd
Admission Notice/Circular of CU Admission Test -H3 unit[y]-14 has been published here. To see notice click here.
Requirements for Admission:
The requirements for CU H3 unit admission test [y]-14 will be published here.
In 2012,
যে সকল ছাত্র-ছাত্রী ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০১১ ও ২০১২ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে।
এ অনুষদের অন্তর্গত বিভাগসমূহে ভর্তিচ্ছুদের মাধ্যমিক বা সমমান এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ ৭.০০ থাকতে হবে; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে। (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ H2 হিসাবে গণ্য হবে)।
২০০৮ সালে বা তৎপরবর্তী সালে ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ ও ৩টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ জি.সি.ই. ‘ও’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১টি বিষয়ে ‘বি’ গ্রেড ও ২টি বিষয়ে ‘সি’ গ্রেড পেয়ে ২০১১ বা ২০১২ সালে জি.সি.ই. ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে।
List of Departments under H3 unit & dept. wise qualification:
Geography & Environmental Studies.
Important Dates of CU H3 unit admission Test [y]-14:
Important dates of CU H3 unit admission test [y]-14 will be available here.
In 2013,
Application Deadline: 9th October 2013
Exam Date : 18th November 2013
In 2012,
APPLICATION SUBMISSION START: 1st September, 2012
APPLICATION SUBMISSION END: 5th October, 2012
ADMISSION TEST: 12th November, 2012
How to Apply for Chittagong University(CU) Admission Test-H3 unit 2013-14
আবেদনকারীকে চ.বি. ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে ভর্তি নির্দেশিকা ডাউনলোড করে বিস্তারিত জেনে নিম্নলিখিত পদ্ধতিতে ভর্তির জন্য আবেদন করতে হবে : (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর) : চট্টগ্রাম CHI, ঢাকা DHA, রাজশাহী RAJ, যশোর JES, কুমিল্লা COM, সিলেট SYL, বরিশাল BAR, দিনাজপুর DIN, মাদ্রাসা MAD, কারিগরি শিক্ষা বোর্ড TEC, ডিপ্লোমা ইন বিজনেস DIB, ডিপ্লোমা ইন কমার্স DIC, বিজনেস ম্যানেজমেন্ট HBM, O এবং A লেভেল GCE;
ইউনিট সমূহের Key word-বিজ্ঞান অনুষদ A, কলা ও মানববিদ্যা অনুষদ B1 বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, B2 আরবী ও ইসলামিক স্টাডিজ, B3 চারুকলা, B4 পালি ও সংস্কৃত, B5 নাট্যকলা, B6 ফারসি ভাষা ও সাহিত্য, B7 আইইআরটি, B8 আইএমএল, ব্যবসায় প্রশাসন অনুষদ C1, ব্যবসায় শিক্ষা গ্রুপ C2 মানবিক গ্রুপ, C3 বিজ্ঞান গ্রুপ; সমাজ বিজ্ঞান অনুষদ D1 মানবিক গ্রুপ, D2 বিজ্ঞান গ্রুপ, D3 ব্যবসায় শিক্ষা গ্রুপ; আইন অনুষদ E, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস F, ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ G, জীব বিজ্ঞান অনুষদ H1 প্রাণিবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, মৃত্তিকা বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি, ফার্মেসী, H2 মনোবিজ্ঞান, H3 ভূগোল ও পরিবেশবিদ্যা; ইঞ্জিনিয়ারিং অনুষদ 1 (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ফলিত পদার্থবিদ্যা, ইলেকটনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), কোটায় ভর্তির Key word – মুক্তিযোদ্ধা সন্তান-সন্ততি কোটা FFQ, খেলোয়াড় কোটা SQ, ওয়ার্ড কোটা WQ(চবি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পোষ্য), উপজাতি কোটা (পার্বত্য চট্টগ্রামের উপজাতি/অনগ্রসর/ নৃ-গোষ্টি) TQ, অ-উপজাতি কোটা (পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালী) NTQ, শারীরিক প্রতিবন্ধী কোটা PDQ, শিল্পী কোটা (সংগীত/নৃত্য শিল্পী) AQ.
একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে CU লিখে (space) এইচ.এস.সি. শিক্ষা বোর্ডের নাম (space) এইচ.এস.সি পরীক্ষার রোল নম্বর (space) এইচ.এস.সি. পরীক্ষার সাল (space) এস.এস.সি. শিক্ষা বোর্ডের নাম (space) এস.এস.সি. পরীক্ষার রোল নম্বর (space) এস.এস.সি. পরীক্ষার সাল (space) প্রত্যাশিত ইউনিট এর (keyword) লিখে কোটা থাকলে কোটার (keyword) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
উদাহরণ : CU (space)CHI(space)123456 (space)2010 (space) CHI (space)123456 (space) 2008 (space) A(space) FFQ একাধিক কোটায় আবেদনকারীকে কোটার কি ওয়ার্ড লিখে কমা ( , ) দিয়ে এসএমএস করতে হবে । উদাহরণ : CU (space)CHI(space)123456 (space)2010 (space) CHI (space)123456 (space) 2008 (space) A(space) FFQ,AQ,SQ উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে । তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে । সম্মতি জানানোর জন্য প্রথমে CU লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর নিজের ব্যবহৃত যে কোন অপারেটর এর একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। আবেদনকারীর টেলিটক মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএস এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে । একবার এসএমএস করে আবেদন করলে তা প্রত্যাহার করা যাবেনা । উদাহরণ : CU(space) (পিন নম্বর)(space)01XXXXXXXXX(আবেদনকারীর মোবাইল নম্বর) ও/এ লেভেলের আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু পরীক্ষার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে একটি কোড নম্বর নিতে হবে। তারপর উপরের নিয়ম অনুযায়ী ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে । বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে । উদাহরণ : CU(space)GCE(space)123456(space)২০১০(space)A। এখানে ১২৩৪৫৬ এর জায়গায় প্রাপ্ত কোড নম্বরটি বসাতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড : প্রবেশ পত্রের জন্য প্রথমে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করাতে হবে । এরপর Destop বা যে কোন ফোল্ডারে save করতে হবে । Admit card download করতে http://cu.taletalk.com.bd অথবা CU website www.cu.ac.bd তে গিয়ে প্রথমে নিজ নিজ HSC Board, Roll, Passing Year,Registration Number ইনপুট দিতে হবে । ইনপুট information সঠিক হলে প্রতিটি Unit এর জন্য PIN নম্বর দেখানো হবে । এরপর Photo upload করার option পাওয়া যাবে ।Photo upload হলে আবেদনকৃত এক বা একাধিক Unit-এর জন্য পৃথকভাবে প্রদত্ত PIN Number দিয়ে Admit Card download করতে হবে । এরপর Admit Card প্রিন্ট করে নিতে হবে । একই প্রিন্টে দুটো প্রবেশপত্র বের হবে । দুটোর মধ্যে এক কপি ছাত্র/ছাত্রীর জন্য (students copy) এবং অপর কপি পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীকে Students signature এর ওপরে স্বাক্ষর করে পরীক্ষার হলে ২ কপি সত্যায়িত ছবি (প্রবেশপত্রের সাথে স্টাপলিং করে) জমা দিতে হবে । প্রবেশপত্রে ছাত্র-ছাত্রীদের ইউনিট, নাম, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, ভবন, ফোর নম্বর, কক্ষ নম্বর, পরীক্ষার তারিখ ও সময় লিখা থাকবে। ১৫ অক্টোবর ২০১২ এরপর অন-লাইনে প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা জানা যাবে। সিট প্ল্যান ও ফলাফল :- পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম, ভবনের নাম ইত্যাদি যাবতীয় তথ্যসহ সিট প্ল্যান এবং পরীক্ষার ফলাফল জানতে হলে ৯৯৩৪ নম্বরে SMS করতে হবে । ভর্তি পরীক্ষার পরবর্তী দিবাগত রাত থেকে ফলাফল জানা যাবে । সিট প্ল্যানের জন্য SMS – CU(space)SP(space)Unit(space)Roll send to 9934 ফলাফলের জন্য SMS – CU(space)R(space)Unit(space)Roll send to 9934.
ভর্তি পরীক্ষা এক ঘণ্টা সময়ের একশত নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে গ্রহণ করা হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে । ভর্তির অন্যান্য যোগ্যতা, বিশেষ যোগ্যতা, কোটায় ভর্তি সম্পর্কিত তথ্যাদিসহ ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য চ.বি. ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে । প্রত্যেক ইউনিটের পৃথক পৃথক হেল্প লাইন রয়েছে । সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা সম্পর্কিত তথ্য জানতে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টার মধ্যে হেল্প লাইনে যোগাযোগ করা যাবে । ভর্তি পরীক্ষা সময় প্রার্থীর ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এইচএসসি/সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড,এ লেভেলের statement of Entry এর মূলকপি পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। ডাউনলোড করা প্রবেশপত্র, ছবিযুক্ত মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা statement of Entry ছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত নিয়মাবলী ছাত্র-ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি/ ভর্তি নির্দেশিকায় উল্লেখ নেই, ভর্তি সংক্রান্ত এমন কোন তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে/একাডেমিক শাখায়/ হেল্প লাইনে যোগাযোগ করতে হবে । ভর্তি সংক্রান্ত নিয়ম নীতির যে কোন ধারা ও উপ-ধারার পরিবর্তন, সংশোধন, সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে ।
Downloading the Admit Card of Chittagong University(CU) Admission Test-H3 unit 2013-14
Look down the below window.
[iframe src=”http://www.CU.ac.bd” width=”100%” height=”1000″]
Merit List of B.Sc (Hons.) or Undergraduate Admission Test 2013-14 Result | Chittagong University(CU),H3 unit
Merit list of CU Admission Test H3 unit [y]-14 will be published here. For result of CU admission test Click here.
Waiting List of B.Sc (Hons.) or Undergraduate Admission Test 2013-14 Result | Chittagong University(CU),H3 unit
Waiting list of CU Admission Test H3 unit[y]-14 will be published here. For result of CU admission test Click here.
CU Admission Test H3 unit Result has been Published:
Check your result from below:
[iframe src=”http://www.CU.ac.bd” width=”100%” height=”1000″]
Notice for B.Sc (Hons.) or Undergraduate Admission Test 2013-14 Result | Chittagong University(CU),H3 unit
Admission Notice of CU Admission Test [y]-14 will be published here. To see notice click here.
- CU Admission Test Result 2012-13
- H3 unit result of CU
- Seat plan of H3 unit
- How to apply for CU H3 unit
- Admission Notice/circular of 1st Year Honor’s
- How to download admit card of CU unit H3 Admission test 2012-13
- How to know apply for CU H3 unit thorugh SMS
- How to know result of H3 unit Admission test through sms
- How can i choose subjects in H3 unit CU