B.Sc (Hons.) or Undergraduate Admission Test 2013-14 –Ka unit Notice/Circular | Barisal University(BU)- Barisaluniv.edu.bd
Admission Notice/Circular of BU Admission Test -Ka unit[y]-14 has been published here. To see notice click here.
Requirements for Admission:
The requirements for BU Ka unit admission test [y]-14 will be published here.
In 2013,
ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান দুই পরীক্ষায় বিজ্ঞান বা কৃষিবিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে, তবে কোন পরীক্ষায় জিপিএ. ৩.০০ এর নীচে গ্রহণযোগ্য নয়।
জিসিই: ২০০৯ সন থেকে তৎপরবর্তী সন পর্যন্ত ও-লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১২ অথবা ২০১৩ সনের এ-লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে। “O”-লেভেল এবং “A”-লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড থাকতে হবে। তবে আবেদনের পূর্বে সমতা নিরূপন করতে হবে।
List of Departments under Ka unit & dept. wise qualification:
Mathematics,
Soil and Environmental Sciences.
Important Dates of BU Ka unit admission Test [y]-14:
Important dates of BU Ka unit admission test [y]-14 will be available here.
In 2013,
ADMISSION TEST DATE: 27th -28th NOVEMBER (According to Newspaper)
APPLICATION SUBMISSION START: 1st September, 2013
APPLICATION SUBMISSION END: 14th October, 2013
ADMISSION TEST:
How to Apply for Barisal University(BU) Admission Test-Ka unit 2013-14
ছাত্র/ছাত্রীকে প্রথমে বরিশাল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.barisaluniv.edu.bd অথবা http://bu.teletalk.com.bd থেকে ভর্তি নির্দেশিকা ডাউনলোড করে বিস্তারিত জেনে নিম্নলিখিত পদ্ধতিতে ভর্তির জন্য আবেদন করতে হবে।
শিক্ষা বোর্ডের key-word (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর): ঢাকা DHA, চট্টগ্রাম CHI, রাজশাহী RAJ, যশোর JES, কুমিলা COM, সিলেট SYL, বরিশাল BAR, দিনাজপুর DIN, মাদ্রাসা MAD, কারিগরি শিক্ষা বোর্ড TEC, ডিপ্লোমা ইন বিজনেস এর জন্য DIB, ডিপ্লোমা ইন কমাসের্র জন্য DIC, এইচ এস সি বিজনেস ম্যানেজমেন্টের জন্য HBM, ইংরেজি মাধ্যমের “O” এবং “A” লেভেলের জন্য GCE।
ইউনিট সমূহের key-word: বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান ও কৃষি অনুষদ KA, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ KHA, বিজনেস স্টাডিজ অনুষদ GA, শাখা পরিবর্তন ইউনিট GHA, কোটায় ভর্তির key-word মুক্তিযোদ্ধা সন্তান কোটা FFQ, উপজাতি কোটা (উপজাতি/অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) TQ । একাধিক কোটার ক্ষেত্রে পরপর কমা দিয়ে লিখতে হবে।
একটি টেলিটক প্রি- পেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BU লিখে স্পেস দিয়ে এইচ.এস.সি. শিক্ষা বোর্ডের নামের key word স্পেস দিয়ে এইচ.এস.সি পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এইচ.এস.সি. পরীক্ষার সাল স্পেস দিয়ে এস.এস.সি. শিক্ষা বোর্ডের নামের key word স্পেস দিয়ে এস.এস.সি. পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এস.এস.সি. পরীক্ষার সাল স্পেস দিয়ে ইউনিটের key word লিখে স্পেস দিয়ে কোটা থাকলে কোটার key word লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
উদাহরণ: BU(space)DHA(space)123456(space)2013(space)BAR(space)123456(space)2011(space)KA
কোটা থাকলে: BU(space)DHA(space)123456(space)2013(space)BAR(space)123456(space)2011(space)KA(space)FFQ
উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে BU লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর নিজের ব্যবহৃত যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। আবেদনকারীর টেলিটক মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা (৫৫০ টাকার বেশি) থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএস-এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। একবার এসএমএস করে রোল নম্বর পাওয়ার পর আবেদন প্রত্যাহার করা যাবে না। প্রার্থীকে ভর্তি পরীক্ষার রোল নম্বর সংরক্ষণ করতে হবে।
উদাহরণ: BU(space)YES(space)65432122(space)01XXXXXXXXX(আবেদনকারীর মোবাইল নম্বর), এখানে ৬৫৪৩২১২২ আবেদনকারীর PIN নম্বর।
“O”/”A” লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে উপরের নিয়ম অনুযায়ী ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। এক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে। উদাহরণ: BU(space)GCE(space)123456(space)2013(space)KA, এখানে ১২৩৪৫৬ এর জায়গায় আবেদনকারীর A-Level এর নিজ নিজ candidate নম্বরটি (শেষ sitting এর) বসাতে হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বোর্ডের নামের জায়গায় OTH লিখতে হবে।
উদাহরণ: BU(space)OTH(space)123456(space)2013(space)KA
এখানে ১২৩৪৫৬ এর জায়গায় আবেদনকারীর শুধুমাত্র এইচএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর/ডাটা বসাতে হবে। বিদেশ থেকে প্রাপ্ত সার্টিফিকেটধারীদেরকে টেলিটকের মাধ্যমে আবেদনের পূর্বেই সংশ্লিষ্ট ইউনিট প্রধানের কার্যালয় থেকে সমতা নিরূপণের মাধ্যমে যোগ্য প্রার্থী হিসেবে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতি:
আবেদন করার শেষ সময় উত্তীর্ণ হওয়ার ৭ (সাত) দিন পর প্রবেশ পত্রের জন্য প্রথমে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করাতে হবে। এরপর Desktop বা যেকোন ফোল্ডারে save করতে হবে। Admit Card Download করতে টেলিটক এর website: http://bu.teletalk.com.bd তে গিয়ে প্রথমে নিজ নিজ User ID ও Password দিয়ে ঢুকতে হবে।
এরপর Photo ও Signature Upload করার option পাওয়া যাবে। Photo (300*300 pixel, file size less than 100 KB) ও Signature (300*80 pixel, file size less than 60 KB) Upload হলে Admit Card Download করতে হবে। এরপর দুই copy Admit Card প্রিন্ট করে নিতে হবে। Admit Card দুটোর চিহ্নিত স্থানে পরীক্ষার্থী স্বাক্ষর করবে এবং দুই কপি সত্যায়িত ছবি যথাস্থানে স্ট্যাপল করবে। দুটো Admit Card এর এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিবে। Admit Card – এ ছাত্র-ছাত্রীর ইউনিট, নাম ও রোল নম্বর লেখা থাকবে। পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্র যথাসময়ে ওয়েবসাইটে, এসএমএস এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
Downloading the Admit Card of Barisal University(BU) Admission Test-Ka unit 2013-14
Look down the below window.
[iframe src=”http://www.Barisaluniv.edu.bd” width=”100%” height=”1000″]
Merit List of B.Sc (Hons.) or Undergraduate Admission Test 2013-14 Result | Barisal University(BU),Ka unit
Merit list of BU Admission Test Ka unit [y]-14 will be published here. For result of BU admission test Click here.
Waiting List of B.Sc (Hons.) or Undergraduate Admission Test 2013-14 Result | Barisal University(BU),Ka unit
Waiting list of BU Admission Test Ka unit[y]-14 will be published here. For result of BU admission test Click here.
BU Admission Test Ka unit Result has been Published:
Check your result from below:
[iframe src=”http://www.Barisaluniv.edu.bd” width=”100%” height=”1000″]
Notice for B.Sc (Hons.) or Undergraduate Admission Test 2013-14 Result | Barisal University(BU),Ka unit
Admission Notice of BU Admission Test [y]-14 will be published here. To see notice click here.
- BU Admission Test Result 2013-14
- Ka unit result of BU
- Seat plan of Ka unit
- How to apply for BU Ka unit
- Admission Notice/circular of 1st Year Honor’s
- How to download admit card of BU unit Ka Admission test 2013-14
- How to know apply for BU Ka unit thorugh SMS
- How to know result of Ka unit Admission test through sms
- How can i choose subjects in Ka unit BU